মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

ইন্টারন্যাশনাল ডেস্ক : মিশরের দক্ষিণাঞ্চলের সোহাগ প্রদেশের মহাসড়কে মিনিবাস ও ছোট ট্রাকের সংঘর্ষে অন্তত নয়জন নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, শনিবার মধ্যরাতে রাজধানী কায়রো থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণে ঘটা এ দুর্ঘটনায় আরও নয়জন গুরুতর আহত হয়েছেন।

আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

মিশরে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়। খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা রাস্তা ও ট্র্যাফিক আইনের দুর্বল প্রয়োগের কারণেই এসব দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *