আবরার হত্যা: এবার সোহরাওয়ার্দীতে সমাবেশের ঘোষণা ঐক্যফ্রন্টের

পলিটিক্যাল ডেস্ক : বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী ২২ অক্টোবর এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে বুধবার জোটের পক্ষ থেকে বলা হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ঐক্যফ্রন্ট আয়োজিত ‘নাগরিক শোক র‌্যালি’ পুলিশি বাধায় পণ্ড হয়। ওইদিন বিকাল ৫টা ১০ মিনিটের দিকে ড. কামাল হোসেনের নেতৃত্বে কয়েকশ নেতা-কর্মী কালো পতাকা হাতে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় ফটক দিয়ে বেরিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে রওনা করে।
তবে কিছুদূর এগোতেই র‌্যালি করার অনুমতি নেই বলে ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের আটকে দেয় পুলিশ। ঐক্যফ্রন্টের নেতা-কর্মীরা পুলিশি বাধা ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হন। এদিকে আবরার হত্যার প্রতিবাদে দেশে-বিদেশে গণস্বাক্ষর সংগ্রহ করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
সমাবেশ এবং গণস্বাক্ষর সংগ্রহের সিদ্ধান্ত ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকে নেয়া হয়েছে। মিটিং শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ড. কামাল বলেন, ‘দেশের অবস্থা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। সম্প্রতি বিভিন্ন ভয়াবহ ঘটনা সংঘটিত হওয়ায় জনগণও উদ্বিগ্ন।’ তিনি বলেন, পরিকল্পিতভাবে আবরারের মতো একজন মেধাবী এবং নিরীহ ছাত্রকে খুন করা হয়েছে। ‘এটা আসলেই ভয়ংকর।’ গণফোরামের সভাপতি ড. কামাল বলেন, মিটিংয়ে আবরার হত্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২২ সেপ্টেম্বর জনসভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সমাবেশে ঐক্যফ্রন্টের নেতারা দেশের সার্বিক বিষয়ে কথা বলবেন, বলেন ড. কামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *