মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৯৪১৩

হেলথ ডেস্ক :২০১৯-২০ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার কিছু আগে মহাখালীতে স্বাস্থ অধিদপ্তরে আয়েঅজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, ফলাফল প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরের ওয়েবসাইটে এবং টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে কিছুক্ষণ পর থেকে এ ফল পাওয়া যাবে।  সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার পরীক্ষায় ৪৯ হাজার ৪১৩ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ছেলে ২২ হাজার ৮৮২ (৪৬.৩১ শতাংশ), মেয়ে ২৬ হাজার ৫৩১ (৫৩.৬৯ শতাংশ)।  সর্বোচ্চ নম্বর পেয়েছেন একজন ছেলে, তার স্কোর ৯০.৫। আর মেয়েদের মধ্যে একজন সর্বোচ্চ ৮৯ নম্বর পেয়েছেন।

নতুন পদ্ধতিতে গত ১১ অক্টোবর দেশব্যাপী একযোগে ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর সরকারি ৩৬টি সরকারি মেডিক্যাল কলেজে চার হাজার ৬৮ আসন ও ৭০টি বেসরকারি মেডিক্যাল কলেজে ছয় হাজার ৩৩৬ আসনসহ মোট ১০ হাজার ৪০৪টি আসনের বিপরীতে ৭২ হাজার ৯২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৬৯ হাজার ৪০৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *