ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার উপজেলার গল্লাক ডিগ্রি কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করে।
র্যালীর পূর্বে গল্লাক কলেজ ক্যাম্পাসে এক পথসভায় বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান, জেলা প্রশাসনক, মাজেদুর রহমান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী অফিসার, আলী আফরোজ, ডিআরও, কে ডি এম জাকির, থানা অফিসার ইনচার্জ, আবদুর রকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, মোঃ আওরঙ্গজেব প্রমূখ। এই সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য, মশিউর রহমান মিঠু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের আহŸায়ক, আবু সুফিয়ান । এর আগে, ফরিদগঞ্জের গল্লাকে নির্মিত একটি সাইক্লোন সেন্টার ও উপজেলার বিভিন্ন এলাকার গরীব ভ‚মিহীন জন্য দেওয়া ২০ টি ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।