আগুনে ঘরছাড়া ক্যালিফোর্নিয়ার হাজার হাজার মানুষ

ইন্টারন্যাশনাল ডেস্ক : শুষ্ক মৌসুমে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ আগুনে হাজার হাজার মানুষ ঘর ছেড়েছেন। ভস্মীভূত হয়েছে বেশ কিছু ঘরবাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যায় সান ফারনান্দো উপত্যকায় শুরু হওয়া এ অগ্নিকাণ্ড লস অ্যাঞ্জেলসের উত্তর প্রান্তে ছড়িয়ে গেছে। এদিকে প্রাণে বাঁচতে ওই এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন। এ সময় একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে আসাদের একজন এডউইন বারনার্ড জানান, এত দ্রুত আগুনের শিখার ছুটে চলা বা তার বাড়ির একদম কাছে চলে আসা আগে কখনো দেখননি। তিনি দেখছিলেন যে আগুনের শিখা কীভবে পাহাড়ি গাছের শুকনো ডালপালা-পাতা জ্বালিয়ে ছুটে আসছে। এমন অবস্থায় নিজেদের প্রায় ৩০ বছরের পুরনো বাড়ি ফেলে স্ত্রীকে নিয়ে গাড়িতে করে দ্রুত চলে আসনে। বাড়িতে ফেলে আসা ওষুধ, ছবি, চারটি পোষা বিড়াল ও সেসবের স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। এ অঞ্চলটি উচ্চ সতর্কতায় ছিল। শক্তিশালী সান্তা আনা বায়ু রুক্ষ মরুভূমির শুষ্ক বাতাসকে এমন একটি অবস্থানে নিয়ে এসেছিল যে দাবানল ছড়াতে জন্য কেবলমাত্র একটি স্ফুলিঙ্গের প্রয়োজন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *