ইন্টারন্যাশনাল ডেস্ক :ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে প্রায় দুইমাস পর সব ধরনের পোস্ট-পেইড মোবাইল সংযোগ ফের চালু হতে যাচ্ছে। এ তথ্য জানিয়েছেন, জম্মু কাশ্মিরের প্রিন্সিপাল সেক্রেটারি রোহিত কানসাল। তিনি জানান, আগামী সোমবার দুপুরের পর উপত্যকাটির ১০ জেলাতেই পোস্টপেইড সংযোগ ফের চালু হবে। বলেন, সাবেক দুই মুখ্যমন্ত্রীসহ আটক রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। গেলো আগস্ট থেকে জম্মু-কাশ্মিরের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এদিকে কড়া নিরাপত্তার মধ্যেই দুপুরে শ্রীনগরের একটি বাজারের পাশে গ্রেনেড হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন সাত বেসামরিক নাগরিক।