ফরিদগঞ্জ ব্যুরো : ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া (দ:) ইউনিয়নের ইছাপুরা গ্রামের পাটওয়ারী বাড়ির পুকুরের পানিতে ডুবে মাহিরা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত মাহিরা ওই গ্রামের পাটওয়ারী বাড়ির হাফেজ মো. আব্দুল রহিম এর একমাত্র মেয়ে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাহিরা খেলাধুলা করতে গিয়ে সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তাকে সকালে ওই পুকুরের পানিতে ভেসে উঠে দেখে।
তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা মো. ইয়াছিন পাটওয়ারী পলাশ ও মো. আবুল হোসেন পাটওয়ারী ঘটনার সত্যত্যা নিশ্চিত করেছেন।