স্পোর্টস ডেস্ক : চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের দল বার্বাডোজ ট্রাইডেন্টস। দ্বিতীয় কোয়ালিফায়ারে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ব্রায়ান লারা স্টেডিয়ামে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১২ রানে হারিয়েছে বার্বাডোজ। এর আগে প্রথম কোয়ালিফায়ারে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে বার্বাডোজ ট্রাইডেন্টস ৩০ রানে হারে। নাইট রাইডার্স টস জিতে আগে বার্বাডোজকে ব্যাটিংয়ে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান করে বার্বাডোজ। জনসন চার্লস ৩৫, রেমন ও অ্যাশলে নার্স ২৪ করে এবং সাকিব আল হাসান ১২ বলে ১টি চার ও সমান ছক্কায় করেন ১৮ রান। নাইট রাইডার্সের পক্ষে আলী খান, খেরি পিয়ারে এবং চার্লস জর্ডান ২টি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে ১৯.৩ ওভারে ১৪৮ রানে অলআউট হয় নাইট রাইডার্স। সাত নম্বরে নামা সেকুগে প্রসন্নে মাত্র ২৭ বলে ৫১ রান করেন। চারটি ছক্কা ও সমান চারে সাজানো ইনিংসটিও দলের পরাজয় এড়াতে পারেনি। দিনেশ রামদিন এবং পোলার্ড যথাক্রমে ২১ এবং ২৩ রান করেন। বার্বাডোজের পক্ষে হ্যারি গার্নে, হেডেন ওয়ালশ, অ্যাশলে নার্স এবং রেমন প্রত্যেকেই ২টি করে উইকেট লাভ করেন। সাকিব বল হাতে সুবিধা করতে পারেননি। তিনি ২ ওভারে ২৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। একই মাঠে আগামী ১২ অক্টোবর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে অপরাজিত থাকা গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে খেলবে সাকিবের বার্বাডোজ।