ফরিদগঞ্জে নেশাজাতীয় খাবার দিয়ে ৯ জনকে অচেতন করে মালামাল লুটের ঘটনায় আটক ১

 

ষ্টাফ রিপোর্টার ‍: ফরিদগঞ্জে নেশা জাতীয় দ্রব্য খাবারের সাথে মিশিয়ে এবং স্প্রে ব্যবহার করে দুই পরিবারের ৯জন সদস্যকে অচেতন করে মালামাল লুটের ঘটনায় পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে রামদাসেরবাগ গ্রামের দুলাল হোসেনের ছেলে মোঃ হাসান (২৩) কে আটক করেছে। আটককৃত হাসান প্রাথমিক ভাবে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা ¯^ীকার করেছে। এর আগে অচেতন করা দুই পরিবারের পক্ষে কামরুল হাসান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
জানা গেছে, গত ৬ অক্টোবর রোববার রাতে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রামের গফুর মাস্টার তালুকদার বাড়ির আ: মালেক তালুকদারের ঘরের রাতের খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দেয় এবং পাশ্ববর্তী তপাদার বাড়ির কামাল হোসেনের ঘরের লোকজনকে চেতনা নাশক স্প্রে করে । ফলে উভয় পরিবারের ৯জন সদস্য অচেতন হয়ে পড়ে। এসময় দুর্বৃত্তরা নগদ অর্থ ও ¯^র্ণালংকারসহ মালামাল লুটে নেয়। পরে ওই দুই পরিবারের পক্ষে কামরুল হাসান বাদী হয়ে মামলা দায়ের করে।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নাজমুল হোসেন জানান, আটককৃত ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এখন চক্রের বাকী সদস্য ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *