সাবেক জাতীয় ফুটবল দলসহ ঢাকার বিভিন্ন ক্লাবের সাবেক ফুটবলারদের নিয়ে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ। ম্যাচ শেষে স্টেডিয়ামেই অংশগ্রহণকারী দুদলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল।
চাঁদপুর সোনালী অতীত ক্লাবের ব্যবস্থাপনায় শুক্রবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে লালবাগ ভেটারেন্স ফ্রেন্ডস ক্লাবের সাথে এ ফুটবল ম্যাচের আয়োজন করে। দুদলেই খেলেছেন সাবেক ফুটবলাররা। খেলার নির্ধারিত ৭০ মিনিটের পুরো সময়ই দেখা গেছে দু দলেরই বেশ কজন ফুটবলার পুরো মাঠ খেলেছেন। দুদলেরই অনেক ফুটবলার বল নিয়ে যেভাবে ক্রীড়ামোদী দর্শকদের খেলা উপহার দিয়েছেন, তাতে বোঝাই যায়নি যে তারা অনেক আগেই মাঠকে বিদায় জানিয়েছেন। তবে খেলা চলাকালীন দুদলের খেলোয়াড়দের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণ কিছুক্ষণ পরপরই দেখছেন ক্রীড়ামোদী দর্শকরা। খেলায় স্বাগতিক চাঁদপুর সোনালী অতীত ক্লাব ৩-১ গোলে লালবাগ ভেটারেন্স ফ্রেন্ডস্ ক্লাবের সাথে জয়লাভ করে।
প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়া দু’দলের ফুটবলাররা হলো : চাঁদপুর সোনালী অতীত ক্লাব- আনোয়ার হোসেন মানিক, গোলাম মোস্তফা বাবু, ইউসুফ বকাউল, জাহাঙ্গীর গাজী, জাহাঙ্গীর পাটওয়ারী, আমিন মোল্লা, জসিম পাটওয়ারী-১, মোঃ জসিম-২, মুকুল, মিলন, হানিফ বকাউল, মহসিন পাটওয়ারী, নাছির চোকদার, জহির হোসেন, এমদাদ, আলমগীর, লিটন সরকার, পিন্টু ও ওয়াহিদুজ্জামান লাবু।
লালবাগ ভেটারেন্স ফ্রেন্ডস ক্লাব : ওয়াসিম, মোঃ আদিল, স্বপন, বশির, আবেদ, পলো, সোহেল, আলমগীর, শাহজাহান, মনির, বিপ্লব, কামরুল, ওয়াহিদ, মাসুদ ও জুয়েল।
খেলা শেষে দুদলের খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট এবং পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাবেক কৃতী ফুটবলার মনোয়ার হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থা ও চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক সাবেক কৃতী ফুটবলার গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক আলহাজ শাহির হোসেন পাটওয়ারী, ক্রীড়া সংগঠক ও আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদশা, সোনালী অতীত ক্লাবের ফুটবল কোচ ও সাবেক ফুটবলার বোরহান খান, আনোয়ার হোসেন মাঝিসহ সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং গণমাধ্যমকর্মীগণ।