ফরিদগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি:
ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ও র‌্যাব ৭ এর সদস্যদের সহায়তায় ২৪ বছর পালিয়ে থাকারপর হত্যা চেষ্টার ঘটনায় জিআর মামলা পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. কামাল হোসেন নামের আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১ অক্টোবর) দিবাগত গভীররাতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামী কামাল হোসেন ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামের রাজ্জাক পাটওয়ারী বাড়ীর রসুল করিম’র ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আসামির অবস্থান নিশ্চিত হয়ে উপপুলিশ পরির্দশক (এসআই) মো. একরামুল হক ও সহকারি উপপুলিশ পরিদর্শক (এএসআই) আমজাদ হোসেনসহ পুলিশ সদস্যরা র‌্যাব ৭ এর সহযোগীতা নিয়ে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গত ২৪ বছর আগে কামাল হোসেন নিজের বন্ধু জাকারিয়াকে চায়ের কথা বলে এসিড খাওয়ানোর চেষ্টা করে,খেতে না চাওয়ায় ওই এসিড বন্ধু জাকারিয়ার মুখে মেরে তাকে হত্যার চেষ্টা করে। এই ঘটনায় আদালতে মামলা হলে দীর্ঘ ২৪ বছর আসামী কামাল হোসেন দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলো। আদালত সকল স্বাক্ষ প্রমানের ভিত্তিতে চলতি বছরের ২৪ এপ্রিল কামাল হোসেন’র যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রদান করে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, আসামী কামাল হোসেন তারই কাছের এক বন্ধুকে হত্যার চেষ্টা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। তাকে আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *