ফরিদগঞ্জে মাদক বিরোধী অভিযানে নগদ টাকা ও ইয়াবাসহ আটক ৪

বিশেষ প্রতিনিধি:
ফরিদগঞ্জে মাদক বিরোধী পৃথক দুইটি অভিযানে নগদ টাকা ও ইয়াবাসহ ৪জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির পঁচিশ টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে আটকের পরে তাদের বিরম্নদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে গতকাল রোববার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করে।
পুলিশ জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার এসআই রম্নবেল ফরাজী ও এএসআই গোলাম মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার (১০সেপ্টেম্বর) গভীর রাতে বালিথুবা পশ্চিম ইউনিয়নের লোহাগড় গ্রামে ও ফরিদগঞ্জ পৌরসভাধীন ভাটিয়ালপুর চৌরা¯ত্মা এলাকায় মাদক বিরোধী পৃথক দুইটি অভিযান পরিচালনা করেন।
এসময় লোহাগড় থেকে ১০০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক ও তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির পঁচিশ হাজার টাকা উদ্ধার করা হয়। আটকরা হলো বালিথুবা পশ্চিম ইউনিয়নের রাজাপুর গ্রামের খান বাড়ির আ: রশিদ খান ওরফে আমিনুল হক খানের ছেলে আলাউদ্দিন খান(৩৫) ও একই ইউনিয়নের লোহাগড় গ্রামের খান বাড়ির বিলস্নাল খানের ছেলে বাহার খান(৩০)। এছাড়া একই রাতে ফরিদগঞ্জ পৌরসভাধীন ভাটিয়ালপুর চৌরা¯ত্মা এলাকা থেকে ৫০পিস ই্য়াবাসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলো চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের বিষকাটালি গ্রামের সাব বাড়ির মৃত দুলাল সাবের ছেলে জুয়েল সাব(৩৩) ও একই এলাকার আলম বাড়ির ইমাম হক মুন্সির ছেলে মাসুদ(২৮)। পরে আটককৃতদের বিরম্নদ্ধ্ েমাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে গতকাল রোববার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন পৃথক অভিযানে ১৫০পিস ই্য়াবাসহ ৪জনকে আটক ও মাদক বিক্রির পঁচিশ হাজার টাকা উদ্ধার পরবর্তী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *