
বিশেষ প্রতিনিধি:
ফরিদগঞ্জে স্কুল শিক্ষার্থীকে শ্লীলতাহানীর অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ । উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া এলাকায় বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে।
আটককৃতরা হলেন, ওই ইউনিয়নের হর্নিদুর্গাপুর গ্রামের মুনছুর আহাম্মদ’ছেলে মো. আব্দুল আজিজ প্রকাশে রিহান (২০) ও মো. শাহ আলমের ছেলে আব্দুল কাদির প্রকাশে নিরব (২০)।
শিক্ষার্থীর বাবার দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ে ৯ম শ্রেনিতে অধ্যায়নরত। প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়ার পথে যুবকরা তার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। ঘটনার দিন বিকেলে ওই শিক্ষার্থী বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে টানা হেঁছড়া করে। এক পর্যায়ে তার শ্লীলতাহানি করলে শিক্ষার্থীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।
আটককৃতদের অভিযুক্ত করে রাতে শিক্ষার্থীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আটককৃতরা থানায় পুলিশি হেফাজতে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে বখাটেদের আটক করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিধীন রয়েছে।