
শামীম হাসানঃ
শিশু-কিশোরদের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ফরিদগঞ্জ পালিত হলো রবীন্দ্র – নজরুল – সেলিম আল দীন জন্মজয়ন্তী উৎসব।
২ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলা ও ফরিদগঞ্জ থিয়েটারের যৌথ আয়োজনে ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার প্রশিক্ষণ মঞ্চে জন্মজয়ন্তী উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ১০ টা থেকে শুরু হওয়া চিত্রাংকন আবৃত্তি প্রতিযোগিতার পর্ব চলে বেলা ১২ টা পর্যন্ত। প্রতিযোগিতা পর্ব শেষে শুরু হয় ফলাফল প্রকাশ আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলা, ফরিদগঞ্জ থিয়েটার ও ফিরোজা কলিম একাডেমির পরিচালক ফরিদ আহমেদ রিপনের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব ড. শাহাদাত হোসেন। অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসময় তিনি বলেন, বড় হয়ে ভালো কিছু করতে চাইলে ছেট বেলা থেকেই ভালো কিছু হওয়ার জন্য স্বপ্নের বীজ বুনতে হবে। এর জন্য বাবা মায়ের স্নেহ ছায়াতলে সেগুলো বাস্তবায়ন করতে চেষ্টা করে যেতে হবে। এতে করে যেমনই ভাবে নিজেকে নিজে প্রতিষ্ঠিত করা হবে এবং সমাজ তথা দেশ তোমাদের দ্বারা উপকৃত হবে।
তিনি আরোও বলেন, আমাদের সব সময় মনে রাখতে হবে, সফল হতে হলে চেষ্টা করতে হবে বারংবার যতক্ষণ পর্যন্ত সফলতা এসে ধরা না দেয়। এছাড়া আলোচনা সভা পর্বে রবীন্দ্র ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সেলিম আল দীন এর জীবদর্শ তাদের অমর সৃষ্টি গুলো নিয়ে আলোচনা করা হয়।
বক্তব্য প্রদান শেষে আয়োজিত চার বিভাগের প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়। এর আগে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এসএসসি-৭৯ ব্যাচের বন্ধন-৭৯ বন্ধুদের ফুল দিয়ে বরণ করে নেন ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উর্ধতন ব্যাংক কর্মকর্তা প্রকৌশলী মহেশ চন্দ্র শর্মা, পল্লী উন্নয়ন বোর্ডের উপ পরিচালক শাহ আলম , সাবেক বিমান বাহিনী কর্মকর্তা হারুনুর রশিদ , বিশিষ্ট ঠিকাদার জহির উদ্দীন পাটওয়ারী , বিশিষ্ট রাজনীতিবীদ কামাল মিজি , বিল্লাল হোসেন, সাহিত্যিক মোস্তফা কামাল মুকুল, মনির হোসেন, কামাল মিজি সহ বাধণ-৭৯ এর অন্যান্য বন্ধুরা। এছাড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিশু কিশোরদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন৷