ফরিদগঞ্জে কৃষি মেলা উদ্বােধনকালে- ভবিষ্যতের খাদ্য সংকট মােকাবলায় সকলকে কৃষি কাজে এগিয়ে আসতে হবে–মুহম্মদ শফিকুর রহমান এমপি

বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ-সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, কােভিড-১৯ এর পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পুরাে বিশ্বকে খাদ্য ও জ্বালানী সংকটে ফেল দিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ ইতিমধ্যেই রেশনিং প্রথা শুরু করে দিয়েছে। তাই আমাদেরকেও সেই ভবিষ্যত সংকট মােকাবেলায় এখন থেকে প্রস্তুতি নিতে হবে। খাদ্য উৎপাদন বাড়াতে নিজেদের অনাবাদি জমিটুকুও আবাদের আওতায় নিয়ে আসতে হবে। একসময় প্রযুক্তি ছাড়াই আমরা খাদ্য উৎপাদন করেছি। এখন প্রযুক্তি আমাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে । এছাড়া রাসায়নিক সারের পরিবর্তে আমরা যদি জৌব সার ব্যবহার করতে শুরু করি, তবে একদিকে যেমন অর্থের সাশ্রয় হবে। আবার বিষমুক্ত ফসল উৎপাদনের মাধ্যমে আমাদর শরীরকে সুস্থ্য রাখত সক্ষম হবাে। মােটকথা ভবিষ্যতের খাদ্য সংকট মােকাবেলায় আমাদের সকলকে কৃষি কাজে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (২ সেপ্টম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়ােজিত নােয়াখালী ফেনী লক্ষ্মীপুর চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা-২০২২ উদ্বােধন কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাে: শহিদ হােসন এবং আওয়ামীলীগ নেতা খাজে আহমদ মজুমদার।
এর আগ উপজেলা বিআরডিবি মাঠে ৩দিনব্যাপি সংসদ-সদস্য মুহম্মদ শফিকুর রহমান ফিতা কেটে মেলার উদ্বােধন করেন । পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *