ফরিদগঞ্জ পাইকপাড়া উত্তর ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল


আমান উল্লাহ খান ফারাবী: ফরিদগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ নং পাইকপাড়া ইউনিয়ন বিএনপি ও বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল করেছে। 


৩০ আগস্ট মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিলটি পাইকপাড়া ইউনিয়ন পরিষদ হইতে পাটোয়ারী বাজার অভিমুখী রাস্তায় মিছিল শেষে পশ্চিম ভাওয়াল ঈদগা ময়দানের নিকট সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দরা জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আঃ রহিম হত্যার নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুতাহের আবু পাটোয়ারীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহিন মোল্লার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি শরীফ মুহাম্মদ ইউনূস, সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক নেতা, সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাদাত হোসেন সাবু পাটোয়ারী, বিএনপি নেতা নজরুল ইসলাম নজু পাটোয়ারী, পৌর বিএনপি’র সভাপতী আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মাসুদ,  যুবদলের আহবায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, যুগ্ন আহবায়ক আমজাদ হোসেন শিপন, আমির হোসেন খান, ফারুক খান, পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আজিজ পাটোয়ারী, সহ-সভাপতি মাফুজ কাজী, সদস্য আক্তার কাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মুসলিম সরদার,  উপজেলা মহিলা দলের সভাপতি প্রার্থী শারমিন আক্তার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, পৌর ছাত্রদলের সদস্য সচিব শিবলু, উপজেলা ছাত্রদলের সদস্য কাউসার, যুবদল নেতা জহিরুল ইসলাম, অহীদুল ইসলাম, সুমন, নিশান,  হানিফ, মাহবুব ,কামরুল, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কাউছার হোসেন বাবলু, সদস্য সচিব রাশেদ খান সহ অত্র ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক বৃন্দ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *