
স্টাফ রিপোর্টার:
এলজিইডির নির্মাণ করা সড়ক কেটে বাউন্ডারী দেয়াল নির্মাণ কাজে বাঁধা দেয়ায় ফরিদগঞ্জ উপজলা প্রকৌশলীসহ দুইজন সরকারি কর্মকর্তাকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। গত সােমবার (২২ আগস্ট) উপজেলার সুবিদপুর পুর্ব ইউনিয়নে এই ঘটনা ঘটে। এব্যাপারে উপজেলা প্রকৌশলী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযাগ করেছেন।
জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পুর্ব ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের
সুবিদপুর গ্রামের এলজিইডির নির্মানাধীন সড়কের কাজ পরিদর্শনে যান উপজেলা প্রকৌশলী আবরার আহাম্মেদ। এই সময় ওই গ্রামের দিদার বাড়ির সামনে দিয়ে যাওয়া সরকারি সড়কের অংশ কেটে বাউন্ডারি দেয়াল নির্মাণ করত দেখেন তারা। এসময় তারা ওই বাড়ির লােকজনকে সড়ক না কাটতে বলেন। এতে ক্ষিপ্তি হয়ে নুরুন্নবী বক্কু ও সালাউদ্দিন নামে দুই যুবক তাদের সাথে তর্কে লিপ্ত হয়। এক পর্যায় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে মারতে উদ্যত হয় এবং বিভিন্ন ধরনের হুমকি দেয় । এসময় উপজেলা প্রকৌশলীর ব্যবহৃত মােটরসাইকেলের চাবি নিয়ে টানা হেঁচড়া করে।
উপজেলা প্রকৌশলী আবরার আহাম্মেদ জানান, এলজিইডির সড়ক কেটে বাউন্ডারি ওয়াল করতে দেখা আমি তাদের কাজ বন্ধ করার জন্য বলি। কিন্তু তারা আমাদের কথা না শুনে মারতে উদ্যত হয় এবং হুমকি দেয়। এই ব্যাপার তিনি ফরিদগঞ্জ থানায় সােমবার রাতেই লিখিত অভিযাগ করেছি এবং মঙ্গলবার (২৩ আগস্ট) উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকটও লিখিত ভাবে অবহিত করেছি।
এদিকে নুরুনবী বক্কু ও সালাউদ্দিন জানান, আমরা ওনাদের চিনতে পারি নি। আমাদের মাঝ ভুল বুঝাবুঝি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, আমি ঘটনাস্থলে গিয়েছি। তাদের কাজ সড়ক থেকে ৩ফুট দুরে করার কথা, তারা তা না মেনে সরকারী সড়কে কাজ করছে,এখন কাজ বন্ধ রয়েছে।