
স্টাফ রিপোর্টারঃ
২১ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি গাজী আলী নেওয়াজ এবং সাধারন সম্পাদক হৃদয় গাজীর উদ্যোগে (২১ আগষ্ট) রোববার বিকেলে প্রতিবাদে ও বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর -০৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাছান পাটোয়ারী, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন,যুগ্ম -সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সোহান সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
বিক্ষােভ মিছিলটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে, পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।