কােন অপশক্তি শেখ হাসিনার অগ্রযাত্রাকে রুখতে পারবে না …………মুহম্মদ শফিকুর রহমান এমপি

স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জ উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে ধানের বীজ এবং নারীদর মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে প্রখ্যাত সাংবাদিক, বীর মুক্তিযােদ্ধা সংসদ-সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, রাশিয়া-ইউক্রন যুদ্ধের কারণে সারাবিশ্ব^ খাদ্যদ্রব্য, জ্বালানি তৈল ও নিত্যপ্রয়ােজণীয় সামগ্রীর দাম উর্ধমুখি। সেই কারণে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। তবে মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম করে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন। তবে এই জন্য খাদ্যদ্রব্য উৎপাদন বাড়ানাের সবাইকে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি। সেইজন্য আমাদর প্রত্যকের দায়িত্ব নিজ নিজ অবস্থান থেকে খাদ্যদ্রব্য উৎপাদন বাড়াতে হাত বাড়িয়ে দিতে হবে। কারণ আমরা পরনির্ভরশীল হতে চাই না। ইতিমধ্যই আমরা ধানসহ বেশ কয়েকটি পন্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। আমি মনে করি যে যাই বলুক কােন অপশক্তি শেখ হাসিনার অগ্রযাত্রাকে রুখতে পারবে না। পুর্বেই পারনি , ভবিষ্যতেও পারবে না।

রােববার ( ২১ আগস্ট) বিকেল উপজেলা প্রশাসনের আয়াজনে ইউএনও তাছলিমুন নেছা’ র সভাপতিত্বে উপকরণ বিতরণ পুর্বে আলাচনা সভায় অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা প্রৌকশলী আবরার আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা আশিক মাহমুদ জামিল, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মােহাম্মদ শহীদ হােসন,উপজেলা ছাত্রলীগের সাবক সভাপতি খাজে আহমেদ মজুমদার, ,যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন,সিনিয়েরযুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, সাবেক প্যানল মেয়র খলিলুর রহমান। আলাচনা শেষে তিনশত কৃষকদের মাঝে বীজ ও ২২জন নারীর মাঝে সেলাই মেশিন তুল দেন প্রধান ও অতিথিবৃদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *