ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
ফরিদগঞ্জে জান্নাত খাতুন (২৫)নামে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট)রাত পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের চৌমুখা গ্রামের অলি ডাক্তার বাড়ি থেকে লাশ উদ্ধারের পর শুক্রবার সকাল ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করেছে পুলিশ। জান্নাত খাতুন চৌমুখা গ্রামের অলি ডাক্তার বাড়ির সৌদী আরব প্রবাসী ইমাম হাসানেন ওরফে মাসুদের স্ত্রী ও এক সন্তানের জননী।
জানা গেছে, চৌমুখা গ্রামের অলি ডাক্তার বাড়ির ইমাম হাসান ওরফে মাসুদ সৌদী আরব থাকায় তার স্ত্রী জান্নাত খাতুন তার সাড়ে তিন বছর বয়সী একমাত্র পুত্র সন্তানকে নিয়ে একই ইউনিয়নের সাহাপুর গ্রামে তার পিত্রালয়ে থাকতেন। গত দুদিন পুর্বে তিনি তার স্বামীর বাড়িতে আসেন। এরই মধ্যে বৃহস্পতিবার(১৮ আগস্ট) সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে তার স্বামীর দোচালা টিনশেড ঘরের শয়ন কক্ষে আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সংবাদ পেয় ফরিদগঞ্জ থানার এসআই আব্দুল মান্নান বৃহস্পতিবার রাত লাশ উদ্ধারের পর সুরতহাল রিপাের্ট সম্পন্ন করে শুক্রবার সকালে ময়না তদন্তর জন্য চাঁদপুর মর্গ প্রেরন করেন। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি মােহাম্মদ শহীদ হােসন জান্নাত খাতুনের লাশ উদ্ধার, অপমৃত্যু মামলা দায়ের ও ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *