
নিজস্ব প্রতিবেদক:
ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১০) আগষ্ট সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া হাজী বাড়ীতে এ ঘটনা দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনা বেগম (৪৫) ওই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, সকালে শাহিনা বেগম বসতঘরের পাশে বিদ্যুতের তাঁরের উপর ভেজাকাপড় রোদে শুকাতে দেয়। এ সময় শর্ট সার্কিট থেকে ওই তারে বিদ্যুৎ প্রবাহিত হলে তিনি আটকে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহিনাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।