
স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব কাছিয়াড়া গ্রামে ৮বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে এক সন্তানের জনক রিয়াজ(২৬)কে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ। গত রোববার রাতে ফরিদগঞ্জ পৌরসভাধীন পুর্ব কাছিয়াড়া গ্রামে এঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুর মা জানান, তার মেয়ে স্থানীয় একটি কিন্ডার গার্ডেনের ২য় শ্রেণীর শিক্ষার্থী। সে প্রাইভেট পড়ে বাড়ী ফিরতে দেরী হলে আমরা খোঁজা শুরু করি। একপর্যায়ে তার পিতা তাকে কান্নাজনিত অবস্থায় ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ গেইটের সামনে দেখে। পরে কান্নার কারণ জানতে চাইলে সে জানায় রিয়াজ তাকে এখানে জোর করে ডেকে নিয়ে পোশাক খুলে ফেলে। এরপর ধর্ষনের আলামত পরিলক্ষিত হলে আমরা থানায় খবর দেই। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত রিয়াজ (২৬) উপজেলার ১৫ নং রূপসা ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের বাসিন্দা। তার স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে।
এবিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।