চাঁদপুরে ট্রাক চাপায় ফরিদগঞ্জের তিন রিক্সা যাত্রী নিহত

বিশেষ প্রতিনিধি;
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জ পৌর এলাকার তিন জন  নিহত হয়েছেন। শুক্রবার রাত দশটায় সদর উপজলার বাগড়া বাজার এলাকায় রিক্সা যােগে ঘুরা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। গ্যাস সিলিন্ডার পরিবহন নিয়াজিত দ্রুতগামী ট্রাকর ধাক্কায় মর্মাত্মিক ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, মাসুদ পাটায়ারী (৫০), লিটন হাজারি (৪৫) এবং রিপন গাজী (৪০)। এদের মধ্যে মাসুদ পাটােয়ারী ও লিটন হাজারির বাড়ি ফরিদগঞ্জ পৌরসভার কাছিয়াড়া গ্রামে। আর রিপন গাজীর বাড়ি চাঁদপুর সদর উপজেলার ইচুলি গ্রামে। এই ঘটনায় রিকশার চালক খােরশেদ আলম (৬৫) সামান্য আহত হয়েছেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক (ঢাকা মট্রা চ-১৬-৭৩৮৪) ফরিদগঞ্জ থানা পুলিশের সহায়তায় জব্দ করা হয়েছে। একই সঙ্গে চালক অমিত সাহাকে আটক করা হয়।
চাঁদপুর জেনারল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতাল নিয়ে আসা হয়। তবে জরুরি বিভাগর নেওয়ার আগেই তারা মারা যান।
দুর্ঘটনায় নিহত মাসুদ পাটায়ারীর বড়ভাই আবুল পাটায়ারী জানান, তার ভাই করাত কলের শ্রমিক। রিপন গাজীর চাচা জাকির হােসন জানান, তার ভাইপাে ব্যাটারি মেরামত ও চার্জের ব্যবসা করেন এবং লিটন হাজারির বড়ভাই মােবারক হােসন জানান, তার ভাই লিটন যুবলীগর সঙ্গে জড়িত থাকলেও এখন কিছুই করেন না।
এদিকে, চাঁদপুর সদর মডল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে। দুর্ঘটনার বিষয় মামলা দায়রের প্রস্ততি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *