
বিনোদন ডেস্ক:
ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী গ্রামের মরহুম আব্দুর রশিদ মিয়ার ছোট ছেলে আমেরিকান সিটিজেন মোহাম্মদ রাহুলের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। চাঁদপুর কমিউনিটি সেন্টার “রেড চিলি”তে বৃহস্পতিবার দুপুরে সেকদী গ্রামের নজরুল ইসলাম মিজির মেঝ মেয়ে মোসাঃ সামছুন্নাহারের সাথে এশুভ বিবাহ অনুষ্ঠিত হয়।
পরিবারের কর্ণধার রাহুলের মেঝো ভাই আমেরিকান সিটিজেন হারুনুর রশিদ বাচ্চু বলেন, রাহুল আমাদের ৮ ভাইএর মধ্যে অষ্টম, সে গত বার বছর আগে পারিবারিক ভিসায় আমেরিকায় যায়, রাহুল আমেরিকায় একটি বেসরকারি চাকরি করে, আল্লাহর রহমতে সে পরিবার ও নিজের ব্যক্তি জীবন গঠনের জন্য আমেরিকায় পরিশ্রম করে যাচ্ছে, তার মতামতের উপর নির্ভর করে পারিবারিক ভাবে সেকদি গ্রামে বিবাহ করাই, মহান আল্লাহর কাছে অনেক শুরিয়া এবং সকলের কাছে রাহুলের দাম্পত্ত জীবনের জন্য দোয়া কামরা করি, একই সাথে সবাই আমাদের ৮ ভাই ৩ বোনের জন্য দোয়া করবেন, আমরা সবাই জেন মিলেমিশে জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত বসবাস করে যেতে পারি।
তিনি আরো বলেন, আমার বড় ভাই মামুনরশিদ সুরুজসহ বিবাহ অনুষ্ঠানে পরিবারে অসংখ্য আত্মীয় স্বজনসহ উপস্থিত ছিলেন, রাব্বি গ্রুপের স্বত্বাধিকারী রাফসান বশির, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মাকছুদুল হাসান মিন্টু, ট্রাভেলস ব্যবসায়ী মোঃ সামিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা দেলওয়ার হোসেন পাটওয়ারী, বিশিষ্ট ফল ব্যবসায়ী সালাউদ্দিন পাটওয়ারীসহ অনেকেই।