
পদ্মা সেতু
তুমি ডুবে যাওয়া যাত্রীর শেষ ইচ্ছা
স্বজনহারা মানুষের সমস্বর আর্তনাদ
তুমি অশ্রুসিক্ত মোনাজাতের পরম আশীর্বাদ।
পদ্মা সেতু
তুমি প্রসূতি মায়ের তীব্র ব্যাথার অপরিমেয় দান
চরম দুর্ভোগে থাকা কোটি মানুষের
প্রশান্তির অভীষ্টফলদান
তুমি কোমলমতি শিশুর নির্মল হাসি
কোটি হৃদয়ের নিবিষ্ট আরাধন।
পদ্মা সেতু
তুমি চির চেনা এই বাংলার অটুট বাঁধন
কষ্টময় যাপিত জীবনের তুষ্টিসাধন,
খুলে দিয়ে তুমি বাণিজ্যের দুয়ার
এনেছো উন্নয়নের জোয়ার।
চ্যালেঞ্জ নিয়ে আঁকা তুমি
অহংকারে ভরা
দেশ মাতৃকার গর্ব তুমি
স্বপ্ন দিয়ে গড়া।