
স্টাফ রিপোর্টার:
আগামি কাল শনিবার (২ জুলাই) ফরিদগঞ্জ পৌরসভার সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে, একই সাথে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটোয়ারী ।
সকাল ১০ ঘটিকায় পৌরসভার মাঠ এ রাজনীতিবীদ, সাংবাদিক ও সুধীজনদের উপস্থিতিতে তিনি অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন। আমস্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার বিভাগ, মন্ত্রানাণয়ের ২ জন যুগ্মসচিব মোঃ মাসুম পাটওয়ারী, হাবিবুর রহমান। চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর জেলা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার এম.এ ওয়াদুদ, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ মোঃ ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, বিশেষ শাখা, রাহুল পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্লা তপাদার, ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: নাজমুন নাহার (অনি)।
উল্লেখ্য বাজেট ঘোষণা অনুষ্ঠানে ফরিদগঞ্জ পৌরসভা খ শ্রেণিতে থেকে ক শ্রেণিতে উন্নতি হওয়ায় পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ মেয়র ও আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা প্রদান করবেন।