
বিনোদন ডেস্ক:
তরুণ সংগীতশিল্পী এবি বাবুর গান ” গলে যাওয়া মোম” প্রসংশা কুড়াচ্ছে নেট দুনিয়ায়, তিনি নিজেই গানটি লিখেছিলেন ও সুর করেছেন।সেই সাথে গানটি মিউজিক করেছেন এ সময়ের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর সামিম আসিক।
বিস্তারিত জানতে চাইলে জনপ্রিয় গায়ক এবি বাবু বলেন,” সব সময় নিজের ছোট ছোট চেষ্টায় ভালো কিছু করতে পারলে আমি মহাখুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। সব সময় পাশে থাকবেন। ”
অপরদিকে প্রযোজনা প্রতিষ্ঠান গানবাজ টীম থেকে বলা হয়, সংগীত শিল্পী এবি বাবু ভালো গান করে, তিনি গান গাইলে শ্রোতারা আনন্দের সাথে লুপে নেয়।
উল্লেখ্য যে, কিছুদিন আগে ‘Gaanbuzz’ ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হয়।গানটিতে মডেল হিসেবে ছিলেন ফরহাদ ও নোওশিন।