
স্টাফ রিপোর্টার
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাওয়াকান্ধি গ্রামের বেপারী বাড়ির আনোয়ার হোসেন মানিকের বাড়িতে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন করেন ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামের দেওয়ান বাড়ির সীমা আক্তার।
সীমা আক্তার বলেন, আনোয়ার হোসেন মানিকের নিজ মামা বিল্লাল হোসেনের এর সাথে আমার ২০০৯ সালে বিয়ে হয় তারপর মানিক আমাকে বিভিন্ন ভাবে ছবি তুলে হয়রানি করে জোর পুর্বক মানিক তার সাথে সম্পর্ক করতে বাধ্য করে। এই সম্পর্ক কে কেন্দ্র করে তার মামার সাথে আমার ৭ বছরের সংসার ভেঙ্গে যায়।
পরবর্তীতে মানিক আমাকে বিয়ে করার কথা থাকলেও সে বিদেশে গিয়ে চারবছরেও ফিরে আসেনাইই, তারপর আমার ফ্যামিলির চাপের কারণে আমার দ্বিতীয় বিয়ে হয়। উপজেলার রামপুর গ্রামের ঢাকায় বাসিন্দা এনামুল হকের সাথে। সেখানেও বিভিন্ন কায়দায় আনোয়ার হোসেন মানিক আমার দ্বিতীয় স্বামীর কাছে যোগাযোগ করেন, এবং সে সময় আমার দ্বিতীয় সংসার নানান কারনে ভেঙ্গে যায়। তারপরে মানিক বিদেশ থাকা অবস্হায় মোবাইল ফোনে বিয়ে হয়, কিন্তু এখন সে আমাকে স্বামীর অধিকার দিচ্ছে না। বহু অপেক্ষা করে ও অধিকার না পাওয়ায় স্ত্রীর অধিকার দাবিতে অনশন করতেছি।
এই বিষয় আনোয়ার হোসেন জানান, আমি এই বিষয় কোন কথা বলতে রাজি না।
এ বিষয়ে ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন ভুঁইয়া বলেন, বিষয়টি আমি মাত্র জানতে পেরেছি।
উক্ত বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নিব।
ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল জানান, সীমা আক্তার ৯৯৯ কল করেছে। তাদের একটা মামলা ও চলমান, বিষয়টি খোঁজ নিয়ে আমরা অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন ভুঁইয়া কে দাযিত্ব প্রদান করেছি, বিষয়টা সমাধান করার জন্য।