
স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জ পৌর এলাকায় টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে । সােমবার (২৭জুন) দুপুর উপজেলা সদরের¯ মাদ্রাসার সামন বিক্রয় কার্যক্রমর উদ্বােধন করে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগর সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযােদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এসময় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্র জানা গেছে, ফরিদগঞ্জ পৌর এলাকায় মােট ২৭৯২টি কার্ডের মাধ্যমে টিসিবির এই পণ্য, ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি চিনি ও মুসুরি ডাল সরবরাহ করা হয়।