ফরিদগঞ্জে ফুটবল খেলতে এসে সড়ক দুর্ঘটনায় আহত খেলােয়াড়সহ ৬ জন

স্টাফ রিপাের্টার:
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু গােল্ডকাপ ফুটবল টুর্নামটের উপজলা পর্যায়ের সেমিফাইনাল খেলা খেলতর এসর সড়ক দুর্ঘটনায় পতিত হলেন খেলােয়াড় ও শিক্ষকসহ ৬জন। সােমবার (২৭জুন) বিকালে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কর ওনুআ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী খেলােয়াড় ও শিক্ষকরা গৃদকালিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আহতরা হলন, ইসমাইল হােসন (১১), সিয়াম হােসন (১১), শিক্ষক ইভানা (২৯), ফেরদৌসি বেগম(৩৫), শিল্পী রানী(৪২) ও চালক মাে: আতিক (৩২) ।
জানা গেছর, বঙ্গবন্ধু গােল্ডকাপ ফুটবল টুর্নামটের ইউনিয়ন পর্যায়ের খেলা শেষে সেমিফাইনাল খেলা ফরিদগঞ্জ মডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে গৃদকালিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার ছিল। সেই অনুযায়ী গৃদকালিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলােয়াড় ও শিক্ষকরা অটােরিক্সা যােগ সােমবার বিকাল ফরিদগঞ্জ উপজেলা সদরে আসার পথে ওনুআ চত্বর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি রিক্সা ভ্যানের সাথে দুর্ঘটনায় পতিত হয়। মুখােমুখি সংর্ঘষে অটারিক্সায় থাকায় গৃদকালিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী খেলােয়াড় ও শিক্ষকরা গুরুতর আহত হয়। পরর তাদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী ইসমাইল হােসন ও শিক্ষক তিনজনকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর রেফার করে। অন্যরা ফরিদগঞ্জে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *