
স্টাফ রিপোর্টারঃ
সামাজিক যাগাযাগ মাধ্যমে প্রধানমন্ত্রী কে হত্যার হুমকি ও কটুক্তি করার কথা আদালত স্বীকার করেছেন ২নং বালিথুবা পুর্ব ইউনিয়ন স্বেচ্ছাসবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাই (৩৫)। রােববার বিকাল চাঁদপুর আদালতে কর্তব্যরত জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নুরুল ইসলাম। এর আগে অভিযুক্ত কে নারায়নগঞ্জ থেকর আটক করে গত রােববার ফরিদগঞ্জ নিয়র আসে থানা পুলিশের একটি দল।
জানা গেছে, গত ২৩ জুন হাই তার নিজ ফেসবুক আইডি ‘ফরিদগঞ্জের মাটি’ নামক সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানিকর (কটুক্তি) এবং পদ্মাসরতুর মাঝখানে ক্রসফায়ার দিয়ে হত্যার হুমকিসহ স্ট্যাটাস দেয়। বিষয়টি দৃষ্টিগােচর হওয়ার পর ফরিদগঞ্জ উপজলা ও পৌর যুবলীগের সাবেক যুগ্মআহবায়ক হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী পরদিন থানায় লিখিত অভিযাগ করেন। একই সাথ চাঁদপুরর পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে পুলিশ তদন্তে নামে। প্রাথমিক তদন্তে বিষয়টি নিশ্চিত হয়ে দায়ের করা অভিযাগটি ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯/৩১/৩৫ ধারায় নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করর অভিযুক্তদের আটকে নেম পড়র পুলিশ।
আটককৃত আব্দুল হাইয়ের বাড়ি ফরিদগঞ্জ উপজলার বালিথুবা পুর্ব ইউনিয়নর মূলপাড়া গ্রামে। তার পিতার নাম হাফেজ আহমেদ । আব্দুল হাই ২নং বালিথুবা পুর্ব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক।
মামলার বাদী হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী জানান, ফেসবুক প্রধানমন্ত্রীকে হুমকি দেয়ার ঘটনাটি দেখর তিনি তাৎক্ষনিক মামলার সিদ্ধান্ত নেন। অভিযুক্ত ওই যুবক বিএনপির রাজনীতির সাথে জড়িত বল তিনি নিশ্চিত হয়েছেন।
এই বিষয় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মােহাম্মদ শহিদ হােসন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে । পরে রােববার (২৬জুন) তাকে আদালতে প্রেরণ করার পর আদালতে সে স্বীকারাক্তিমুলক জবানবদি দিয়েছে ।