ফরিদগঞ্জ পৌর মেয়রের মহানুভবতায় ঢেউটিন পেলেন অসহায় গৃহবধু

স্টাফ রিপোর্টার:
অর্থের অভাবে ঘরের টিনের চাল লাগাতে না পারা এক অসহায় নারীকে ফরিদগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ঘরের চালর জন্য ঢেউ টিন তুলে দিলেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযােদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। মঙ্গলবার সকালে পৌর এলাকার কেরায়া গ্রামের জনৈক অসহায গৃহবধুর কাছে ঢেউটিন হস্তান্তর কাল মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী দেলোয়ার হােসন, প্যানল মেয়র আ: মান্নান পরান, জাহিদ হােসন, সাজ্জাদ হােসন, আমিন মিজি ও পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ। এসময় মেয়র আবুল খায়র পাটওয়ারী বলেন, জনপ্রতিনিধি হিসেবে আমাদের সকলের দায়িত্ব অসহায় জনগণের পাশে দাঁড়ানাে। তাই দায়িত্ববােধ আমি পৌরসভার পক্ষ থেকে এই গৃহবধূকে তাৎক্ষনিক ঘরের চালের জন্য প্রয়ােজন মাফিক ঢেউটিন তুলে দিলাম। আমাদর সাধ আছ কিন্তু সামর্থ নেই। তবে যা আছে তার মধ্যেও চেষ্টা করে যাচ্ছি, সাধারণ মানুষের পাশ দাঁড়ানার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *