
জীবনের সব ক্ষেত্রেই রয়েছে বিদায়
তবে স্থান কাল ভেদে বিদায় হয় ভিন্ন,
সুখ-দুঃখ সব খোঁজের উৎসও এই বিদায়।
রং বদলানো বিদায়ী আবহাওয়াতে সৃষ্টি নতুনত্ব
পদায়নের বিদায়ে তা যেমন আনন্দের,
কুক্ষিগত ক্ষমতার বিদায় ততটাই কষ্টের।
প্রয়োজন ফুরালেই কেন বিদায়?
মেঘাচ্ছন্ন অন্ধকারের বিদায়ে মিলে আলো
ভীরুতার বিদায়ে প্রশান্তি,
পালাবদলের বিদায়ে তা যেন না হয় অশান্তি!
বহুরূপী সমাজে পথভ্রষ্ট হলেই কিন্তু বিদায়।
পরিণতির শেষ বেলাতেও এই বিদায়।
আলোচনা সমালোচনায় স্মৃতিময় বিদায়
বিদায় বিদায় শুধুই বিদায়।
প্রত্যাশা তবুও কু-শিক্ষা ও অপসংস্কৃতির হউক বিদায়।
লেখক- অমরেশ দত্ত জয়, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী, চাঁদপুর।