
স্টাফ রিপাের্টার:
১৮ই রমজান পবিত্র বদর দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও বদর দিবস পালন করা হয়।
এ উপলক্ষে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার হল রুমে, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওঃ আ. হ. ম. ছাইফুল্লাহ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, জনাব এ্যাড: জাহিদুল ইসলাম রোমান।
এতে, প্রধান দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন
হাজারো আলেমের উস্তাদ, ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদরাসার মুহাদ্দিস, মাও: রুহুল আমিন আফসারী। অনুষ্ঠানে বদর দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে দালিলিক আলোচনা করেন, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার শাইখুল হাদিস আলহাজ্ব হযরত মাওঃ মমিনুল ইসলাম খাঁন মা.জি.আ.। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ সহ বাংলাদেশ যুব হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখা ও বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখা ও মাদরাসা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।