ফরিদগঞ্জ শ্রদ্ধা আর ভালোবাসায় শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন

আমান উল্লাহ খাঁন ফারাবী: ফরিদগঞ্জে শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ আগস্ট বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যবিধিমেনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য বিভাগ ও আওয়ামী লীগের দলীয় সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে (ভার্চুয়াল) সভায়, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর জীবন ও কীর্তির উপর স্মৃতিচারণ করে আলোচনা শেষে দোয়া করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহাম্মেদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদ উল্যাহ তপদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন প্রমুখ।

ক্যাপশন: শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *