ফরিদগঞ্জ করোনাক্রান্তদের অক্সিজেন সেবা দিচ্ছে ২১টি সংগঠন


মামুন হোসাইন: সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্তদের অক্সিজেন নিয়ে হাহাকর শুরু হওয়ায় বেসরকারি পর্যায়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন নিজেদের উদ্যোগে অক্সিজেন সিলিণ্ডার সংগ্রহ করে সেবা দান শুরু করেছেন। সেই তালিকায় নাম লিখিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ২১টি সংগঠন। প্রতিদিনই একটি দুটি করে এর সংখ্যা বাড়ছে। সরকারি ভাবে হাসপাতালগুলো অক্সিজেন পুরোপুরি দিতে না পারলেও বেসরকারি সংগঠনগুলো তার দিয়ে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন। এসব সংগঠনের সদস্যরা তাদের মুঠো ফোন নাম্বার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত নক করছেন। ইতিমধ্যেই এর ফল পেতে শুরু করেছে ফরিদগঞ্জ উপজেলাবাসী। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী উপজেলায় মোট ২১টি সংগঠন তাদের অক্সিজেন সোব চালু রেখেছে।


এগুলো হলো: ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ ব্লাড ডোনেশন ক্লাব, হ্যালো ছাত্রলীগ-ফরিদগঞ্জ ,১১ নং ইউনিয়ন আলোকিত সেবা টিম ,সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জ, মানবসেবা ব্লাড ডোনেশন,
ফরিদগঞ্জ, প্রভাত সমাজকল্যাণ সংস্থা, ৬নং পশ্চিম গুপ্টি ইউনিয়ন”আদর্শ সেবা টিম”, ৩ নং সুবিদপুর মুক্তির তোরণ ইসলামিক সংগঠন , ফরিদগঞ্জ ইচ্ছে পূরন যুব সমাজ কল্যান ফাউন্ডেশন, ৪নং সুবিদপুর যুব ঐক্য ফাউন্ডেশন , ফরিদগঞ্জ ফুটবল একাডেমি, গোবিন্দপুর মানবকল্যাণ ফাউন্ডেশন, সাবেক এমপি লায়ন হারুণ রশিদের অর্থায়নে ফ্রি অক্সিজেন সেবা, জালাল আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে অক্সিজেন সেবা ,উপজেলা পরিষদের উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা, ৩ নং সুবিদপুর বন্ধুমহল সংগঠন , ৪ নং সুবিদপুর ধ্রুবতারা ফাউন্ডেশন, ১১ নং চরদুখিঃয়া আলোকিত সেবা টিম, গোবিন্দপুর মানব কল্যান ফাউন্ডেশন, ১৫ নং রূপসা ইউনিয়ন ঈগল টিম এবং ফরিদগঞ্জ প্রেসক্লাব।
এব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ হোসেন চৌধুরী বলেন, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অক্সিজেন সেবা নিয়ে এগিয়ে এসেছে। এটা আশাপ্রদ। তবে অবশ্যই এই সেবা গ্রহণকারীকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *