
ফরিদগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুর ফরিদগঞ্জ ১০ নং গোবিন্দপুর ২নং ওয়ার্ড হাঁসা গ্রামের ফতেহ আলী পাটোওয়ারী বাড়ির উত্তর পার্শ্বে ফসলী জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ করেছে পাশের জমির মালিক পিতা মৃত আঃ রশিদ পাটোওয়ারীরর ছেলে মোঃ ইসমাইল হোসেন ২৬ই এপ্রিল সোমবার বেলা ১১ ঘটিকায় উপজেলা নির্বাহি অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিবরণী থেকে জানা যায়,দ্বীর্ঘ ১ মাস যাবৎ মোঃ মাহবুব আলম ফসলী জমি থেকে অবৈধ ড্রেজিং এর মাধ্যমে বারু উত্তোলন করে আসছে,এতে করে চারপাশের ফসলি জমি ও পাসে বাড়ির ঘর ভেঙ্গে যাওয়ার আশংকা রয়েছে। আমরা পাশের জমির মালিকগণ বাঁধা সৃষ্টি করলে তারা আমাদের প্রাননাশের হুমকি দিতেছে।উক্ত বিষয়কে কেন্দ্র করে, যে কোন ধরনের দাঙ্গা,হাঙ্গামাসহ রক্তক্ষয়ী সংঘর্ষে হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।এই বিষয় মাটি উত্তোলন কারি মোঃ মাহবুবকে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়না। ড্রেজারের মালিক মোঃ মান্নান কে ফোন দিলে তিনি জানান সেখানে আমার ড্রেজার দ্বারাই বালু উত্তোলন করা হয়।
এই বিষয় উপজেলা নির্বাহি কর্মকর্তা শিউলি হরি জানান,অভিযোগ পেয়েছি,অবৈধ ড্রেজিং এর বিরুদ্বে দ্রুত ব্যবস্হা গ্রহণ করা হবে।