ফরিদগঞ্জে দুধর্ষ ডাকাতির ঘটনায় আহত ২

ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি :  ফরিদগঞ্জে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় এসময় অন্তত দুই জন আহত হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রামের আখন্দ বাড়ীতে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানার ওসি আব্দুর রকিবসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডাকাতির শিকার সাহাপুর গ্রামের ওই বাড়ির লোকজন জানায়, বাড়ির ফয়েজ আহাম্মদ, মোহাম্মদ আলী ও ডাঃ ফারুকের ঘরে রোববার গভীর রাতে একদল অস্ত্রধারী ডাকাত পাকা ভবনের মূল ফটকের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এই সময় ডাকাত দল মোস্তাক আহমেদ ও ডাঃ ফারুকের ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের মাতাকে বেঁেধ ফেলে। পরে তাদের তিনটি ঘরের আলমিরা ভেঙ্গে নগদ ২লক্ষ টাকা , ১৭ভরি ¯^র্ণালংকার, ৫টি মোবাইলও মালামাল লুট করে। ডাকাতি শেষে তারা বের হওয়ার সময় আলিফ খান (৪০) ও আব্দুর রহমান কামাল নামে দুই ব্যক্তিকে সামনে ফেলে তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘত করে গুরুতর আহত করে।
স্থানীয় ইউপি সদস্য এমরান হোসেন জানান, ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে ওই পরিবারের সব লুট করে নিয়ে যায়। তিনি বলেন আমাদের সাহাপুর গ্রামে এই ঘটনাসহ এর আগে কয়েকটি পরিবারকে নেশা খাইয়ে অচেতন করে তাদের সব লুট করে নেয়।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *