ফরিদগঞ্জে সাবেক এমপি মরহুম এম শফিউল্লাহ র ১১ তম  মৃত্যু বার্ষিকী পালিত 

ফরিদগঞ্জ ব্যুরোঃ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মরহুম এম শফিউল্লাহ র ১১ তম  মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।  গত কাল শুক্রবার  বিকেলে মরহুমের গ্রামের বাড়ি ফরিদগঞ্জের বারপাইকা গ্রামে এ উপলক্ষে আয়োজন করা হয়, মিলাদ মাহফিল ও শোক সভার। এতে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড.শামসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান,জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক রফিকুল আমিন কাজল,সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, জেলা পরিষদের  সদস্য সাইফুল ইসলাম রিপনসহ পরিবারের সদস্য, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মী। দোয়া ও শোক সভার আয়োজক ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মরহুমের ভাগ্নে জি এস তছলিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *