ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলনপূর্ব প্রস্তুতি সভায় আলহাজ এমএ হান্নান

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন সফল করার লক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক সভা গতকাল শনিবার বিকেলে শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক শরীফ মোঃ ইউনুছের সভাপ্রধানে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি মজিবুর রহমান দুলালের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য শিল্পপতি আলহাজ এমএ হান্নান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিবাদী সরকার অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রেখেছে। আগামীদিনে বেগম জিয়ার মুক্তি ও তারুণ্যের অহঙ্কার তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে দলের নীতিনির্ধারকরা যে সকল কর্মসূচি ঘোষণা করবে আমরা ঐক্যবদ্ধভাবে তা পালন করবো।

তিনি আরো বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি এবং ১৫টি ইউনিয়ন ও পৌর কমিটি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। যারা কমিটিতে স্থান পায়নি তাদের সাথে বিভেদ নয়, কাঁধে কাঁধ মিলিয়ে সকল কর্মসূচি সফল করতে হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মফু, দেলোয়ার হোসেন সোহেল, আঃ খালেক পাটওয়ারী, সদস্য মোঃ মহসিন হোসেন, সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, মজিবুর রহমান বকুল, আবু জাফর খসরু মোল্লা, মহসিন মোল্লা, আঃ মতিন, ১নং বালিথুবা ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন স্বপন মিয়াজী, ২নং বালিথুবার ডাঃ ওমর ফারুক, ৩নং সুবিদপুরের মফিজুল ইসলাম চৌধুরী, ৪নং সুবিদপুরের জাহাঙ্গীর আলম ভুলু, ৫নং গুপ্টির ডাঃ আবুল কালাম আজাদ, ৬নং গুপ্টির আব্বাছ হোসেন গাজী, ৭নং পাইকপাড়ার আবু তাহের আবু পাটওয়ারী, ৮নং পাইকপাড়ার ফারুক মিয়াজী, ৯নং গোবিন্দপুরের আনোয়ার হোসেন কালু, ১০নং গোবিন্দপুরের আলমগীর হোসেন পাটওয়ারী, ১১নং চরদুঃখিয়ার হারুনুর রশিদ পাটওয়ারী, ১২নং চরদুঃখিয়ার নেছার আহাম্মেদ গাজী, ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণের শফিকুল ইসলাম, ১৫নং রূপসার বিল্লাল হোসেন ভূঁইয়া, ১৬নং রূপসার শফিক উল্লা, জেলা যুবদলের সদস্য হাছান পাটওয়ারী, উপজেলা ছাত্রদল নেতা মোঃ মঞ্জুর হোসেন রনি, সালাউদ্দিন মিঠু, শামীম হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *