চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আগুন আতঙ্কে আহত অন্তত ৫০

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে অক্সিজেন গ্যাস সিলিন্ডার ফ্লোরে পড় গিয়ে শব্দ হওয়াকে বিস্ফোরণ ও আগুন আতঙ্কে আহত হয়েছে অন্তত ৫০ জন। শুক্রবার রাত সাড়ে ৯ টার সময় হাসপাতালের ৪র্থ তলায় মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হাসপাতালের পুরুষ,মহিলা ও শিশু ওয়ার্ডের সব রোগী আগুন আগুন চিৎকার করে নিচে নেমে আসে। আগুন আতঙ্কে হুড়হুড়ি করে নামতে গিয়ে নার্স, রোগী ও রোগীর স্বজনসহ অর্ধশত মানুষ আহত হয়।রাত সোয়া দশটার দিকে পরিস্থিকি স্বাভাবিক হয়। খবর পেয়ে জেলা প্রশাসক মাজেদুর  রহমান খবর পেয়ে হাসপাতালে গিয়ে ঘটনাস্থল পরির্দশন করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসও আসে। পৌর ছাত্রলীগ নেতা জহিরসহ অনেকে স্বেচ্ছাশ্রমে রোগীদের পুনরায় হাসপাতাল বেডে নেয়ার জন্য সহযোগিতা করকে দেখা যায়। উল্লেখ্য, যে আগুন নিয়ে এতো হুলস্থুল কান্ড কিন্তু শেষ পর্যন্ত কোথাও কোনো আগুনের আলামত পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *